সুনামিতে বিধ্বস্ত কুড়িল দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ার

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইতোমধ্যে তিনটি সুনামি ঢেউ আঘাত করেছে দেশটির সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায়।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার সেভেরো-কুরিলস্কের উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত হানার পরের পরিস্থিতি
রাশিয়ার সেভেরো-কুরিলস্কের উপকূলীয় অঞ্চলে সুনামি আঘাত হানার পরের পরিস্থিতি |সংগৃহীত

রাশিয়ার পূর্ব উপকূলে বুধবার (৩০ জুলাই) শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর দেশটির উত্তরে কুরিল দ্বীপপুঞ্জে সুনামি আঘাত হেনেছে। এরপরই সুনামি বিধ্বস্ত দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা জারি করেছে রাশিয়া।

আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় সাখালিন অঞ্চলের উত্তরে কুড়িল দ্বীপপুঞ্জে সুনামির আঘাতে বহু অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত এবং জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সাখালিন সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘উত্তর কুড়িল জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সেখানে আজ ভূমিকম্প ও সুনামি হয়েছে।’

এর আগে আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, সুনামির ঢেউ কুরিল দ্বীপপুঞ্জের সুদূর পূর্বাঞ্চলীয় রুশ বন্দর শহর সেভেরো-কুরিলস্ককে প্লাবিত করেছে।

এদিকে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইতোমধ্যে তিনটি সুনামি ঢেউ আঘাত করেছে দেশটির সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায়। সুনামির শেষ ঢেউটি বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে এবং নোঙর করা কয়েকটি জাহাজকে প্রণালীর দিকে টেনে নিয়ে যায়।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস জানিয়েছে, সুনামির তৃতীয় ঢেউটি ছিল ‘অত্যন্ত শক্তিশালী’।

সুনামির ঢেউয়ে শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা আত্মরক্ষার্থে একটি পাহাড়ের ওপর জড়ো হয়েছেন। সেভেরো-কুরিলস্ক অঞ্চলে প্রায় দুই হাজার মানুষ বসবাস করে। সুনামির প্রভাব না কাটা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছে তাস।

এর আগে, রাশিয়ায় যে ভূমিকম্প হয়েছে, তাতে দেশটির পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি অঞ্চলে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।