দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ ভারতে যাচ্ছেন পুতিন

আগামীকাল শুক্রবার সকাল থেকে শুরু হবে শীর্ষ বৈঠক। তার আগে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে।

নয়া দিগন্ত অনলাইন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের ভারত সফরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লি পৌঁছাবেন। দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে নৈশভোজে যোগ দেবেন।

এর আগে, গতবছর জুলাইয়ে রাশিয়া সফর করেছিলেন মোদি। সে সময় পুতিনও তাকে একইভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন। আজকের নৈশভোজ আনুষ্ঠানিক না হওয়ায় দুই নেতা নিজেদের মধ্যে খোলাখুলি আলোচনা করতে পারবেন।

আগামীকাল শুক্রবার সকাল থেকে শুরু হবে শীর্ষ বৈঠক। তার আগে পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। রাশিয়ার প্রেসিডেন্ট রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর দিল্লির হায়দরাবাদ হাউসে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠক শুরু হবে।

এই বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা গুরুত্ব পাবে। ভারত ২০১৮ সালে পাঁচটি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য চুক্তি করে। তিনটি ইতোমধ্যেই তারা পেয়ে গিয়েছে। বাকি দুইটি তাড়াতাড়ি যাতে ভারতকে দেয়া হয় তারা সেই অনুরোধ রাশিয়াকে জানাতে পারে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ফিফথ জেনারেশন এসইউ-৫৭ যুদ্ধবিমান কেনা নিয়েও আলোচনা হতে পারে। ভারত এখন এই ধরনের যুদ্ধবিমান কেনার কথা ভাবছে। রাফাল, এফ-২১, এফ/এ-১৮ ও ইউরোফাইটার টাইফুনও বিবেচনায় আছে।

তেল কেনার বিষয়টিও আলোচনায় থাকবে। পেসকভ বলেছেন, সামান্য সময়ের জন্য তেল রফতানির পরিমাণ কমতে পারে। তবে রাশিয়া চাইবে, ভারত আগের মতোই তেল কিনুক। ইউক্রেন যুদ্ধ ও যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়টি নিয়েও তাদের মধ্যে আলোচনা হতে পারে।

সূত্র : ডয়চে ভেলে