গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ডুবে যাওয়া একটি নৌকা থেকে অন্তত ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর লাশ উদ্ধার করেছে দেশটির উপকূল রক্ষী বাহিনী। কোস্টগার্ডের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
কোস্টগার্ডের ওই মুখপাত্র আরো বলেন, একই নৌকা থেকে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌকাটি ডুবে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এই লাশগুলোর ময়নাতদন্ত করা হবে।
গ্রিস রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইআরটি জানিয়েছে, ‘একটি নৌকা ডুবে যাওয়ায় বা আংশিকভাবে ভেঙে যাওয়ায় ভেতর থেকে লাশগুলো উদ্ধার করা হয়েছে।’
ক্রিটের আইরাপেট্রা শহরের মেয়র ম্যানোলিস ফ্রাঙ্গুলিস সাংবাদিকদের জানান, উদ্ধার হওয়া লাশগুলোর সবাই ছিলেন তরুণ।
তিনি আরো বলেন, তাদের বহনকারী নৌকাটি দুই পাশ থেকেই ক্ষতিগ্রস্ত হয়। আর এর ফলে যাত্রীরা খুব ছোট একটি জায়গায় গাদাগাদি করে থাকতে বাধ্য হয়।
গ্রিস কর্মকর্তারা জানিয়েছেন, ক্রিট থেকে ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে নৌকাটি পাওয়া গেছে।
সূত্র : এএফপি/বাসস



