সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্রাঁস-মন্টানায় একটি মদের বারে নববর্ষ উদযাপনের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক মানুষ।
স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ক্রাঁস-মন্টানার জনপ্রিয় ‘লে কনস্টেলেশন’ বারে আগুন লাগে। সুইস পুলিশ জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়—সম্পূর্ণভাবে একটি অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা।
আঞ্চলিক নিরাপত্তা বিভাগের প্রধান জানান, “বেশ কয়েক ডজন” মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সুইস পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী নিহতের সংখ্যা প্রায় ৪০ এবং আহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।
পুলিশের মুখপাত্র জানান, নববর্ষের উৎসব উপলক্ষে বারে তখন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। নিহত ও আহতদের বেশির ভাগই পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, “এটি আন্তর্জাতিকভাবে পরিচিত একটি স্কি রিসোর্ট। এখানে বিভিন্ন দেশের পর্যটক ছিলেন।”
কীভাবে আগুন লাগল সেটি এখনো জানা যায়নি। এ ঘটনার পর পর ক্রাঁস-মন্টানায় নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে।
সুইস সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় মদের দোকানে কনসার্ট চলছিল। সেখানে আতশবাজি সদৃশ পায়রোটেকনিকস ব্যবহার করা হয়েছে। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। কিন্তু পুলিশ জানিয়েছে, এখনো বিষয়টি নিশ্চিত নয়।
এ ঘটনায় একাধিক দেশের নাগরিক হতাহত হলেও বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তদন্তের প্রাথমিক পর্যায়ে থাকায় হতাহতদের সঠিক সংখ্যা নির্ধারণে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে সুইস দৈনিক ব্লিক ঘটনাস্থলে থাকা এক চিকিৎসকের বরাত দিয়ে জানায়, নিহতের সংখ্যা ‘ডজনের কোঠায়’ হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু অযাচাইকৃত ভিডিওতে নববর্ষ উদযাপনের সময় বারে আগুন জ্বলতে দেখা গেছে।
ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী ও উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। একাধিক হেলিকপ্টারও উদ্ধারকাজে অংশ নিচ্ছে। ক্ষতিগ্রস্তদের স্বজনদের জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং ক্রাঁস-মন্টানার আকাশসীমায় সাময়িকভাবে উড্ডয়ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, আল্পস পর্বতমালার ভ্যালাই অঞ্চলে অবস্থিত ক্রাঁস-মন্টানা সুইজারল্যান্ডের অন্যতম জনপ্রিয় ও বিলাসবহুল স্কি রিসোর্ট। এখানে প্রায় ৮৭ মাইল দীর্ঘ স্কি ট্রেইল রয়েছে এবং এটি ব্রিটিশ পর্যটকদের মধ্যেও বেশ জনপ্রিয়। চলতি মাসের শেষ দিকে এখানে এফআইএস ওয়ার্ল্ড কাপ স্পিড স্কিইং প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি



