‘তলাআল বাদরুর’ সুরে হাজীদের বরণ করে নিচ্ছেন উচ্ছ্বসিত জার্মানরা (ভিডিও)

রাসুল (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের সময় সেখানকার বালক-বালিকারা যে নাশিদটি গেয়ে তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন, সেটির মাধ্যমেই হাজীদের অভ্যর্থনা জানাচ্ছেন জার্মান মুসলিমরা।

নয়া দিগন্ত অনলাইন

চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা এরই মধ্যে শেষ হয়েছে। আর হজ সম্পন্ন করে দেশে ফিরে আনন্দঘন অভ্যর্থনা পাচ্ছেন জার্মানির হাজীরা। রাসুল (সা.) মক্কা থেকে মদিনায় হিজরতের সময় সেখানকার বালক-বালিকারা যে নাশিদটি গেয়ে তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলেন, সেটির মাধ্যমেই হাজীদের অভ্যর্থনা জানাচ্ছেন জার্মান মুসলিমরা।

শনিবার (২১ জুন) আলজাজিরা মুবাশির জানিয়েছে, জার্মান মুসলিমদের বড় একটি অংশ দেশটির পশ্চিমাঞ্চলীয় ডুসেলডর্ফ বিমানবন্দরে বিখ্যাত আরবি নাশিদ ‘তলাআল বাদরু আলাইনা’ গেয়ে গেয়ে বরণ করে নিচ্ছেন দেশে ফেরা হাজীদের।

সংবাদমাধ্যমটি জানায়, এরই মধ্যে এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়- বিমানবন্দর জুড়ে জার্মান মুসলিমরা সম্মিলিত কণ্ঠে বিখ্যাত নাশিদটি গাইছেন। এ সময় কোমলমতি শিশু-কিশোরদের হাতে শোভা পাচ্ছিল গোলাপ ফুল ও বাহারি রঙের বেলুন। আবার কেউ কেউ উপস্থিতদের মাঝে বিতরণ করছিলেন মিষ্টি ও চকলেট।

জার্মানির মোট জনসংখ্যা ৮৩.২ মিলিয়ন। তাদের মধ্যে প্রায় ৬.৬ শতাংশ মুসলিম। মানে মুসলিমদের সংখ্যা প্রায় ৫৫ লাখ। তাদের ৪৫ ভাগ, অর্থাৎ ২৫ লাখ তুর্কি বংশোদ্ভূত। পাশাপাশি সিরিয়াসহ বিভিন্ন আরব দেশ, দক্ষিণ-পূর্ব ইউরোপ (আলবেনিয়া, বসনিয়া, কসোভো), ইরান, আফগানিস্তান এবং প্রতিবেশী দেশগুলো থেকে আসা মুসলিমরাও বসবাস করছেন জার্মানিতে।

এ বছর জার্মানির জাতীয় কোটা ব্যবস্থার অধীনে দেশটির নাগরিকদের হজ পালনের জন্য ৪ হাজার ১২৫টি ভিসা বরাদ্দ করে সৌদি আরব।

সূত্র : আলজাজিরা মুবাশির

Topics