ইউক্রেনকে ৭১০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা স্পেনের

জেলেনস্কির সাথে মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেছেন, প্রায় ৩০ কোটি ইউরো ‘নতুন প্রতিরক্ষা সরঞ্জাম’ তৈরিতে ব্যয় করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ |সংগৃহীত

রাশিয়ার হামলা মোকাবেলায় সহায়তা করার জন্য ইউক্রেনকে ৭১০ মিলিয়ন ডলার সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মঙ্গলবার (১৮ নভেম্বর) এ ঘোষণা দিয়েছেন।

স্পেনে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেছেন, প্রায় ৩০ কোটি ইউরো ‘নতুন প্রতিরক্ষা সরঞ্জাম’ তৈরিতে ব্যয় করা হবে। এ সময় তিনি বলেছেন, ‘আপনার লড়াই আমাদেরও।’

সানচেজ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নব্য-সাম্রাজ্যবাদকে ইউরোপীয় মূল্যবোধের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, পুতিনের এই আগ্রাসন ইউরোপীয় কার্যক্রম ও সবকিছুকে দুর্বল করার চেষ্টা করছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে হাজার হাজার বেসামরিক মানুষ ও সৈন্য মারা গেছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। রাশিয়ার হামলার ফলে দেশের বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এর আগে, মঙ্গলবারের শুরুতে সানচেজ ও জেলেনস্কি পাবলো পিকাসোর যুদ্ধবিরোধী মাস্টারপিস ‘গুয়ের্নিকা’ দেখতে মাদ্রিদের রানি সোফিয়া জাদুঘর পরিদর্শন করেন।

আজ বুধবার জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সাথে শান্তি আলোচনার জন্য তুরস্কে যাবেন।

সূত্র : বাসস