শান্তি পরিকল্পনার সংশোধনীকে স্বাগত জেলেনস্কির, রাশিয়ার প্রত্যাখ্যান

জেলেনস্কি বলেছেন, ‘এখন যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা তৈরি করা সম্ভব হতে পারে। এই কাঠামোতে অনেক সঠিক উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে।‘

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে যুদ্ধ অবসানের জন্য বিতর্কিত ২৮-দফা শান্তি পরিকল্পনায় প্রস্তাবিত পরিবর্তনগুলোকে স্বাগত জানিয়েছেন। তবে রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে।

প্রস্তাবিত পরিকল্পনার কয়েকটি অংশ রাশিয়ার উদ্দেশ্য বা স্বার্থ সমর্থন করে- এমন মনে হওয়ায় ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা সেগুলো বাতিল করে পরিকল্পনার একটি সংশোধিত সংস্করণ তৈরি করেছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘এখন যুদ্ধ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের তালিকা তৈরি করা সম্ভব হতে পারে। এই কাঠামোতে অনেক সঠিক উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে।‘

পরে, মঙ্গলবার ভোরে কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় রাজধানীর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়ও দেশটির জ্বালানি অবকাঠামোগত কেন্দ্রগুলোতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

অক্টোবরে মার্কিন ও রুশ কর্মকর্তাদের প্রণীত পরিকল্পনাটি নিয়ে আলোচনা করার জন্য রোববার জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা বৈঠক করেন। তবে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকটিতে রুশ প্রতিনিধিরা অংশ নেননি।

সোমবার ক্রেমলিনের একজন কর্মকর্তা সংশোধনীগুলোকে ‘সম্পূর্ণরূপে গঠনমূলক নয়‘ বলে প্রত্যাখ্যান করেন।

অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জোর দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় রাশিয়ার পক্ষ নিচ্ছে না।

সূত্র : বিবিসি