ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের অবসানের জন্য বিশ্ব নেতারা যখন চাপ দিচ্ছেন, ঠিক সেই সময়ে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার কিয়েভে পৌঁছেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাজধানীতে অবতরণের সময় কার্নি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘ইউক্রেনের স্বাধীনতা দিবস এবং দেশটির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে কানাডা ইউক্রেনের জন্য ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির লক্ষ্যে আমাদের সমর্থন ও প্রচেষ্টা বৃদ্ধি করছে।’
সূত্র : এএফপি/বাসস