শান্তি প্রতিষ্ঠায় ম্যাক্রোঁর উদ্যোগে প্যারিসে ইউক্রেন-ফ্রান্সের বৈঠক

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আগামীকাল সোমবার প্যারিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ |সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে ওয়াশিংটন যখন একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, ঠিক তখনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্যারিসে আমন্ত্রণ জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আগামীকাল সোমবার প্যারিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্যারিস থেকে এএফপি জানিয়েছে, শনিবার এক কর্মকর্তা জানান, দুই নেতা ‘ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির শর্ত’ নিয়ে আলোচনা করবেন। একই সময়ে ইউক্রেনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ওয়াশিংটনের পথে রয়েছে।

অন্যদিকে শীর্ষ সহযোগী আন্দ্রি ইয়েরমাককে সরিয়ে দেয়ায় নিজ দেশে রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছেন জেলেনস্কি।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেন, ‘আলোচনা এগিয়ে নিতে আমরা সোমবার প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্যারিসে স্বাগত জানাব। শান্তি হাতের নাগালে, যদি পুতিন ইউক্রেনকে দমিয়ে সোভিয়েত সাম্রাজ্য ফিরিয়ে আনার অবাস্তব স্বপ্ন থেকে সরে আসেন।’

মস্কোকে সতর্ক করে তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতি মেনে নিতে হবে। না হলে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে, যা তাদের অর্থনীতিকে নিঃশেষ করে দিবে। একইসাথে ইউক্রেনের প্রতি ইউরোপের সহায়তা আরো জোরদার হবে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের ওপর পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে। এরপর থেকেই ম্যাক্রোঁ ও জেলেনস্কি ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছেন। সর্বশেষ গত ১৭ নভেম্বর জেলেনস্কি এলিসি প্রাসাদে সফর করেছিলেন।

বারো বলেন, কিয়েভে রাজনৈতিক অস্থিরতা থাকলেও জেলেনস্কির ‘ইউক্রেনকে শান্তির পথে নেতৃত্ব দেয়ার পূর্ণ বৈধতা রয়েছে’।

সূত্র : বাসস