বিমান প্রতিরক্ষা সহায়তা চাইতে ফ্রান্সে জেলেনস্কি

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলার একদিন পর শনিবার জেলেনস্কি আরো ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থার জন্য আবারো আহ্বান জানিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ |সংগৃহীত

রাশিয়ার ক্রমবর্ধমান প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষায় অস্ত্র সংগ্রহের নতুন প্রচেষ্টার অংশ হিসেবে সোমবার (১৭ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যারিস সফর করছেন। জেলেনস্কির এই সফর তার পশ্চিমা মিত্র দেশগুলোতে একটি সংক্ষিপ্ত সফরের অংশ।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, এই সফরকালে রোববার তিনি গ্রিসের সাথে একটি জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছেন। এই সফরের পরবর্তী অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার জেলেনেস্কি স্পেন সফর করবেন।

ইউক্রেনের নেতা বলেছেন, শিগগিরই ‘ফ্রান্সের সাথে একটি বড় চুক্তি’ ঘোষণা করা হবে। তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে তার আলোচনায় এটি চূড়ান্ত হবে কি না, তা জানা যায়নি।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট বলেন, প্যারিস ইউক্রেনকে ‘রাশিয়ার আগ্রাসনের জবাব দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের’ সুযোগ করে দেয়ার উপায় প্রস্তাব করবে।

ম্যাক্রোঁর কার্যালয় বিমান প্রতিরক্ষার ওপর বিশেষভাবে জোর দিয়েছে। কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলার একদিন পর শনিবার জেলেনস্কি আরো ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থার জন্য আবারো আহ্বান জানিয়েছেন।

দিনের শুরুতে জেলেনস্কি ও ম্যাক্রোঁ প্যারিসের কাছে ভিলাকুব্লে বিমান ঘাঁটিতে ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান পরিদর্শন করবেন। তারা ড্রোন ও ইতালির সাথে ফ্রান্সের তৈরি এসএএমপি-টি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পরিদর্শন করবেন। এরপর তারা এলিসি প্রাসাদে যৌথ ড্রোন উৎপাদন সংক্রান্ত একটি ফোরামে যাবেন।

ইউক্রেন জানিয়েছে, ফ্রন্টলাইন আক্রমণের জন্য এবং রুশ ড্রোনের বিরুদ্ধে লড়াই করার জন্য চলতি বছর তাদের ৪.৫ মিলিয়নেরও বেশি ড্রোন ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

সূত্র : বাসস