ভারত থেকে কৃষিপণ্য, ওষুধ কিনবে রাশিয়া

পুতিন বলেন, রাশিয়া অনেক বেশি করে ভারতীয় কৃষিপণ্য ও ওষুধ কিনবে। এর ফলে ভারতের সাথে মস্কোর বাণিজ্য ঘাটতি কমবে।

নয়া দিগন্ত অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |সংগৃহীত

বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধ কিনবে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য অসমতা কমানো হবে। রাশিয়া অনেক বেশি করে ভারতীয় কৃষিপণ্য ও ওষুধ কিনবে। এর ফলে ভারতের সাথে মস্কোর বাণিজ্য ঘাটতি কমবে।

শুক্রবার (৩ অক্টোবর) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে, সে জন্য যুক্তরাষ্ট্র প্রবল চাপ দিচ্ছে। তারা শুল্কও বসিয়েছে। কিন্তু ভারত একটি সার্বভৌম দেশ। আমি নরেন্দ্র মোদিকে জানি। তিনি আমার বন্ধু। তিনি কখনোই এমন সিদ্ধান্ত নেবেন না।'’

তিনি আরো বলেন, ‘ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য বা অতিরিক্ত শুল্কের জন্য ৯০০ থেকে হাজার কোটি ডলারের ক্ষতি হবে। রাশিয়া থেকে তেল না কিনলেও সমপরিমাণ ক্ষতি হবে। আর ভারত রাশিয়া থেকে তেল কেনে পুরোপুরি বাণিজ্যিক কারণে। এটাও মনে রাখতে হবে, ভারত হলো রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু।’