ইউক্রেনে সংঘাতের মধ্যেই বৃষ্টি-বন্যায় নিহত ৯

ওডেসার মেয়র গেন্নাদি ত্রুখানভ বলেছেন, পরিস্থিতি কঠিন হলেও তা ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। মাত্র সাত ঘণ্টার মধ্যে শহরে প্রায় দুই মাসের সমান বৃষ্টিপাত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের ওডেসায় প্রবল বৃষ্টিপাতের পর রাস্তাঘাট ডুবে গেছে
ইউক্রেনের ওডেসায় প্রবল বৃষ্টিপাতের পর রাস্তাঘাট ডুবে গেছে |সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় প্রবল বৃষ্টিপাত ও এর ফলে সৃষ্ট বন্যায় এক শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছে বলে দেশটির জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে। বুধবার (১ অক্টোবর) সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত মোট ৩৬২ জনকে উদ্ধার করা হয়েছে।

ওডেসার মেয়র গেন্নাদি ত্রুখানভ বলেছেন, পরিস্থিতি কঠিন হলেও তা ‘নিয়ন্ত্রণে’ রয়েছে। মাত্র সাত ঘণ্টার মধ্যে শহরে প্রায় দুই মাসের সমান বৃষ্টিপাত হয়েছে। তিনি আরো বলেছেন, উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের স্থানীয় সামরিক প্রশাসন জানিয়েছে, বুধবার সকালে রাশিয়ার হামলায় একজন নিহত হয়েছেন।

উত্তর-পূর্ব ইউক্রেনীয় শহর খারকিভে রাশিয়ার রাতভর হামলায় একজন পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খারকিভের গভর্নর ওলেহ সিনিহুবভ বলেন, ছয়জনের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

অপরদিকে রাশিয়ার আঞ্চলিক গভর্নর মিখাইল ইয়েভ্রায়েভ জানান, ইয়ারোস্লাভল অঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লেগেছে।

রাশিয়ার অভ্যন্তরে তেল স্থাপনাগুলো ইউক্রেনের ক্রমাগত লক্ষ্যবস্তু হওয়া সত্ত্বেও ইয়েভ্রায়েভ দাবি করেন, আগুনের সাথে ইউক্রেনে তাদের চলমান যুদ্ধের কোনো সম্পর্ক নেই।

সূত্র : আল জাজিরা