প্যারিসে ল্যুভর জাদুঘরের অমূল্য রত্ন চোরদের খোঁজে ফরাসি পুলিশ

ফ্রান্সে এই চুরির ঘটনা দেশটির জাদুঘরগুলোতে নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। যা ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ‘একটি বড় দুর্বলতা’ হিসেবে স্বীকার করেছেন।

নয়া দিগন্ত অনলাইন

ফ্রান্সে প্যারিসের প্রাণকেন্দ্রে অবস্থিত ল্যুভর জাদুঘর থেকে প্রকাশ্য দিবালোকে আটটি অমূল্য রাজকীয় অলংকার চুরি করা চোর দলকে খুঁজে বের করার জন্য সোমবার (২০ অক্টোবর) অভিযান শুরু করেছে পুলিশ।

কর্মকর্তারা জানিয়েছেন, একটি সংগঠিত অপরাধচক্র এই পরিকল্পিত চুরির সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে। ৬০ জনকে নিয়ে গঠিত একটি দল তদন্ত চালিয়ে যাচ্ছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্সে এই চুরির ঘটনা দেশটির জাদুঘরগুলোতে নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। যা ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ ‘একটি বড় দুর্বলতা’ হিসেবে স্বীকার করেছেন।

তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চোরেরা রোববার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ৯টা ১০ মিনিটের মধ্যে ল্যুভরে প্রবেশ করে। দর্শনার্থীদের জন্য জাদুঘরের দরজা সকাল ৯টায় খুলে দেয়া হয়।

চোরেরা রাজকীয় সংগ্রহশালার অ্যাপোলো গ্যালারিতে প্রবেশের জন্য একটি আসবাবপত্রের উত্তোলন যন্ত্র ব্যবহার করেছে এবং জানালা দিয়ে প্রবেশ করে ডিসপ্লে কেসগুলো খোলার জন্য কাটার সরঞ্জাম ব্যবহার করেছে।

চুরির একটি সংক্ষিপ্ত ভিডিও ফরাসি সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়েছে। ভিডিওটি সম্ভবত একজন দর্শনার্থীর মোবাইলে ধারণ করা।

মুখোশধারী চোরেরা ১৯ শতকের নয়টি গহনা চুরি করে। কিন্তু এর মধ্যে একটি পালিয়ে যাওয়ার সময় পড়ে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত অলঙ্কারটি সম্রাজ্ঞী ইউজেনির একটি মুকুট।

রোববার সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, আটটি ‘অমূল্য’ অলংকার চুরি হয়েছে। তারা যে তালিকা প্রকাশ করেছে তাতে নেপোলিয়ন তার পত্নী সম্রাজ্ঞী মেরি লুইজকে দিয়েছিলেন এমন একটি পান্না ও হীরার নেকলেসও রয়েছে।

সূত্র : বাসস