ইসরাইলের দুই কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির ও বেজালেল স্মোট্রিচকে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। স্পেনের কর্মকর্তাদের ওপর ইসরাইলের আরোপিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্পেনের মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ বার্তাসংস্থা এল পাইস।
বৈঠকের পর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন, ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচকে স্পেনের নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায় যুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেছেন, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে কারণ এই দুই মন্ত্রী গাজায় ইসরাইলি আগ্রাসনের উগ্র সমর্থক।
স্পেনের উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্ডা ডিয়াজ ও যুব ও শিশু মন্ত্রী সিরা রেগোর বিরুদ্ধে ইসরাইল নিষেধাজ্ঞা ঘোষণা করার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে। তাদের দু’জনেরই এখন ইসরাইলে প্রবেশ নিষিদ্ধ। ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আর তাদের সাথে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ রাখবে না।
আলবারেস জোর দিয়ে বলেন, মাদ্রিদের সিদ্ধান্ত ইসরাইলের পদক্ষেপের প্রতি ‘পারস্পরিক প্রতিক্রিয়া’ প্রতিফলিত করে। এটি গাজায় চলমান সামরিক অভিযানের প্রতি স্পেনের অব্যাহত বিরোধিতার ইঙ্গিত দেয়।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি