স্পেনের উত্তরে ঐতিহাসিক খনি অঞ্চল আস্তুরিয়াসে কয়লা খনি দুর্ঘটনায় শনিবার আরো এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এটি ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সর্বশেষ দুর্ঘটনা।
আস্তুরিয়াসের জরুরি পরিষেবাগুলো বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার বিকেলে ভেগা দে রেনগোসে খনির দ্বিতীয় স্তরে ‘ভূমিধসের’ বিষয়ে সতর্ক করা হয়েছিল।
এরপর তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে জানায়, দুর্ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতের পর আরেকটি বিবৃতিতে দ্বিতীয় লাশ উদ্ধারের কথা জানানো হয়। আরো বলা হয়, ভূমিধসের কারণে উদ্ধারকাজ বাধাগ্রস্থ হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্সে লিখেছেন, আজ আস্তুরিয়াস এবং সমগ্র দেশের জন্য শোকের দিন। তিনি নিহত খনি শ্রমিকদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
আস্তুরিয়াসের প্রাদেশিক সরকারের তথ্য অনুসারে, টিওয়াইসি নার্সিয়া স্পেশাল রিসার্চ নামের প্রতিষ্ঠান এই খনি থেকে কয়লা উত্তোলনের কাজ করছে।
পাশ্ববর্তী কাঙ্গাস দেল নার্সিয়া শহরের মেয়র হোসে লুইস ফন্টানিয়েলা এটিকে ‘দুর্ভাগ্যজনক দুর্ঘটনা’ বলে বর্ণনা করেছেন।
স্থানীয় রেডিও কোপ আস্তুরিয়াসকে তিনি জানান, পরিদর্শকরা সম্প্রতি খনিটি পরীক্ষা করেছিলেন। তখন ‘সবকিছু ঠিকঠাক ছিল’।
গত মার্চে আস্তুরিয়াসের আরেকটি কয়লাখনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত এবং চারজন গুরুতর আহত হন। এটি ছিল কয়েক দশকের মধ্যে স্পেনের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা।
ঘন বনভূমি সমৃদ্ধ পাহাড়ি অঞ্চল আস্তুরিয়াসে শতাব্দী ধরে খনির কাজ প্রধান শিল্প হিসেবে পরিচিত।
সূত্র : বাসস



