আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী স্বতন্ত্র প্রার্থী ক্যাথেরিন কনোলি জয়ী হয়েছেন। তিনি ৬৩ শতাংশ ভোট পেয়ে তার মধ্য-ডানপন্থী প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন। তিনি আয়ারল্যান্ডের তৃতীয় নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৪৩টি আসনের ভোট গণনা শেষ হওয়ার পর ৬৮ বছর বয়সী কনোলিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ডাবলিন ক্যাসেলে এক বক্তৃতায় কনোলি বলেছেন, ‘আমি এমন একজন প্রেসিডেন্ট হতে চাই যিনি মানুষের কথা শুনবেন, তার প্রতিফলন ঘটাবেন এবং যখন প্রয়োজন হবে তখন কথা বলবেন। একসাথে আমরা এমন একটি নতুন প্রজাতন্ত্র গঠন করতে পারি যেখানে সবার মূল্য দেয়া হবে।’
তার প্রতিদ্বন্দ্বী ফাইন গেইল পার্টির ৬৪ বছর বয়সী হেদার হামফ্রিস আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টা আগেই পরাজয় স্বীকার করে বলেন, ‘ক্যাথরিন আমাদের সবার প্রেসিডেন্ট হবেন, এবং তিনি আমারও প্রেসিডেন্ট হবেন। আমি তাকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি।’ তিনি ২৯.৫ শতাংশ ভোট পান।
জরিপগুলো ২০১৬ সাল থেকে সাবেক ব্যারিস্টার ও স্বাধীন আইনপ্রণেতা কনোলির প্রতি ধারাবাহিক ও শক্তিশালী সমর্থনের ইঙ্গিত দিচ্ছিল। গাজায় ইসরাইলের যুদ্ধের সমালোচনাকারী কনোলি সিন ফেইন, লেবার পার্টি ও সোশ্যাল ডেমোক্র্যাটসহ বিভিন্ন বামপন্থী দলের সমর্থন পেয়েছেন।
তার প্রচারণা তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ছিল। দেশটির তরুণরা অন্যান্য বিষয়ের মধ্যে তার দৃঢ় ফিলিস্তিনপন্থী অবস্থান ও সামাজিক ন্যায়বিচারের প্রতি তার অঙ্গীকারকে সমর্থন করেছিল।
সূত্র : আল জাজিরা



