ইরানের বিরুদ্ধে সব রকম নিষেধাজ্ঞা ফের বহাল রাখলো ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, পারমাণবিক চুক্তিতে ক্রমাগত অসম্মতি জানিয়ে গিয়েছে ইরান। সেই পরিপ্রেক্ষিতেই ফের নিষেধাজ্ঞা চাপানো হলো দেশটির উপর।
তবে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখা হয়েছে।
ইইউ জানিয়েছে, এই সিদ্ধান্তে ইরানের সেন্ট্রাল ব্যাংকসহ অন্য ইরানি ব্যাংকের সম্পত্তি জব্দ করা হবে। নিষেধাজ্ঞা চাপানো হয়েছে কিছু ইরানি আধিকারিকদের ভ্রমণের উপরেও। সেইসাথে ইরানের অপরিশোধিত তেল ক্রয় ও পরিবহন, সোনা এবং কিছু নৌ-সরঞ্জাম বিক্রয় বা সরবরাহ নিষিদ্ধ করছে ইইউ।
তাৎপর্যপূর্ণভাবে রোববারই ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে জাতিসঙ্ঘ। ২০১৫ সালের চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে সংস্থাটির নিরাপত্তা পরিষদে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।
এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে ইরান পার্লামেন্ট।
সূত্র : ডয়চে ভেলে