ইউক্রেন যুদ্ধ অবসানের প্রত্যাশায় রাশিয়ায় প্রতিনিধিদল পাঠাবে হাঙ্গেরি

ইউক্রেন যুদ্ধের সমাপ্তির প্রস্তুতি হিসেবে কয়েক দিনের মধ্যে রাশিয়ায় একটি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠাচ্ছে হাঙ্গেরি।

নয়া দিগন্ত অনলাইন
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান |বাসস

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান শনিবার ঘোষণা করেছেন, তিনি ইউক্রেন যুদ্ধের সমাপ্তির প্রস্তুতি হিসেবে কয়েক দিনের মধ্যে রাশিয়ায় একটি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠাচ্ছেন।

বসন্তে আইনসভা নির্বাচনের আগে কেসকেমেটে এক বিশেষ সমাবেশে অরবান মস্কো এবং ওয়াশিংটনের সাথে বুদাপেস্টের বৈদেশিক সম্পর্ক নিয়ে এক বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, প্রতিনিধি দলের উদ্দেশ্য হবে অর্থনৈতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেয়া, বিশেষ করে যুদ্ধোত্তর পরিস্থিতিতে যেখানে রাশিয়াকে পশ্চিমা অর্থনীতি থেকে বিচ্ছিন্ন না করে বরং পুনরায় একত্রিত করা।

জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী এমন এক ইউরোপীয় নেতা, যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়েরই ঘনিষ্ঠ।

তিনি উল্লেখ করেন, ‘তিনি ওয়াশিংটন এবং মস্কোর সাথে আলোচনা করছেন, যদিও তিনি বলেন যে ‘প্রতিটি বিষয়ে বিস্তারিত এখনই বলা উচিত নয়।’

অরবান বলেন, ‘আমাদের সামনের দিকে চিন্তা করতে হবে। যদি আল্লাহ আমাদের সাহায্য করেন এবং যুদ্ধ শেষ হয়; যদি আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়াকে বিশ্ব অর্থনীতিতে পুনরায় যুক্ত করতে সফল হয়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারেন, তাহলে পরিস্থিতি বদলে যাবে এবং আমরা নিজেদেরকে একটি ভিন্ন অর্থনৈতিক দৃশ্যপটে খুঁজে পাব।

সূত্র : এএফপি/বাসস