ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেয়ার পর বেলজিয়াম বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে সব হাঁস-মুরগি ঘরের ভেতরে রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে ফেডারেল খাদ্য নিরাপত্তা সংস্থা। এর আগে, মঙ্গলবার প্রতিবেশী দেশ ফ্রান্সও বেলজিয়ামের মতো একই সিদ্ধান্ত নিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে বার্ড ফ্লুতে ইউরোপে লাখ লাখ হাঁস-মুরগির মারা গেছে অথবা সংক্রমণ শনাক্তের পর বাধ্যতামূলকভাবে নিধন করা হয়েছে। এতে সরবরাহ ব্যাহত হয়েছে, খাদ্যের দাম বেড়েছে এবং নতুন এক মহামারির আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে ইউরোপের বিভিন্ন দেশ ও পোল্ট্রি শিল্পের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
বুধবারের শুরুতে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) জানিয়েছে, বেলজিয়ামের উত্তরে ডিকসমুইডের কাছে একটি টার্কি খামারে এই সপ্তাহে অত্যন্ত রোগজীবাণুযুক্ত এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব শনাক্ত করা হয়েছে। একে সাধারণত বার্ড ফ্লু বলা হয়।
বেলজিয়াম কর্তৃপক্ষের বরাত দিয়ে প্যারিস-ভিত্তিক ডব্লিউওএএইচ তাদের ওয়েবসাইটে দেয়া প্রতিবেদনে জানিয়েছে, বার্ড ফ্লুর এইচ৫এন১ স্ট্রেনের কারণে ৩১৯টি টার্কি মারা গেছে। বাকি ৬৭ হাজার ১১০টি টার্কিকে নিধন করা হয়েছে।
সংস্থাটি বুধবার আরো বলেছে, স্লোভাকিয়ার একটি পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লুর প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। যা ইউরোপে ব্যাপকভাবে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে ইঙ্গিত দিচ্ছে।
একইদিনে নেদারল্যান্ডসের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির মধ্য-পূর্বাঞ্চলের একটি পোল্ট্রি ফার্মে বার্ড ফ্লু শনাক্ত হওয়ার পর প্রায় এক লাখ ৬১ হাজার মুরগি নিধন করা হবে।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড



