রাশিয়াকে সমর্থন না দিতে শি’র ওপর চাপ প্রয়োগে ট্রাম্পের প্রতি আহ্বান জেলেনস্কির

এই সপ্তাহের শেষের দিকে দুই নেতার বৈঠকে চীনের নেতা শি জিনপিংকে রাশিয়ার প্রতি সমর্থন না দিয়ে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

নয়া দিগন্ত অনলাইন
ট্রাম্প-জেলেনস্কি
ট্রাম্প-জেলেনস্কি |সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন, এই সপ্তাহের শেষের দিকে দুই নেতার বৈঠকে চীনের নেতা শি জিনপিংকে রাশিয়াকে সমর্থন না দিয়ে বরং চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত এক ব্রিফিংয়ে জেলেনস্কি এএফপিসহ অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকদের বলেছেন, ‘আমি মনে করি এটি (ট্রাম্পের) একটি শক্তিশালী পদক্ষেপ হতে পারে; বিশেষ করে যদি এই সিদ্ধান্তমূলক নিষেধাজ্ঞার পদক্ষেপের পর চীন রাশিয়া থেকে আমদানি কমাতে প্রস্তুত থাকে।’

ট্রাম্প গত সপ্তাহে দু’টি প্রধান রাশিয়ান তেল কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছেন এবং মস্কোর গুরুত্বপূর্ণ জ্বালানি রফতানির ক্রেতাদের বিশেষ করে চীন ও ভারতকে তাদের ক্রয় কমানোর আহ্বান জানিয়েছেন।

ওয়াশিংটন এবং কিয়েভ মনে করে, রাশিয়া থেকে তেল আমদানি করলে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের জন্য অর্থায়ন বৃদ্ধি পায়।

সূত্র : এএফপি/বাসস