স্পেন ও ফ্রান্সে প্রাণঘাতী হয়ে উঠেছে তীব্র তাপপ্রবাহ

ইতালিতেও প্রচণ্ড গরমে অসুস্থ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ইউরোপ জুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে কোনো কোনো জায়গায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে।

দমকলকর্মীরা স্পেনের কাতালোনিয়া অঞ্চলে মঙ্গলবার দুজনের লাশ উদ্ধার করেছে।

এক বিবৃতিতে কাতালোনিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, টরেফেটা এলাকায় আগুন নেভানোর পর দমকল কর্মীরা ওই দুটি লাশ উদ্ধার করে।

অন্যদিকে প্রচণ্ড তাপমাত্রার কারণে ফ্রান্সেও দুজন মারা গেছেন।

এ ছাড়া ৩০০ জনকে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

স্পেন ও ইংল্যান্ডে এই জুন মাস সবচেয়ে গরম মাস হিসেবে রেকর্ড করেছে।

ইতালিতেও প্রচণ্ড গরমে অসুস্থ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।

সূত্র : বিবিসি