কাস্পিয়ান সাগরে অবস্থিত রাশিয়ার দু’টি তেল অবকাঠামোয় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ)-এর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এসবিইউর ড্রোন রাশিয়ার লুকঅয়েলের মালিকানাধীন ফিলানোভস্কি ও করচাগিন তেল অবকাঠামোয় আঘাত হানে।
ফিলানোভস্কি রিগ রাশিয়ার সবচেয়ে বড় কাস্পিয়ান তেলক্ষেত্রের অংশ। চলতি সপ্তাহের শুরুতেও সেখানে হামলা করা হয়। যুদ্ধ শুরুর পর এটি ছিল এ ধরনের প্রথম হামলা, যখন ইউক্রেন রাশিয়ার তেল ও গ্যাস উৎপাদন ব্যাহত করার অভিযান জোরদার করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সর্বশেষ ড্রোন হামলায় উভয় প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উৎপাদন স্থগিত করা হয়েছে।
কাস্পিয়ান সাগর ইউক্রেনের নিকটতম সীমান্ত থেকে ৭০০ কিলোমিটারেরও বেশি দূরে। ইউক্রেন কোথা থেকে এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
চলতি বছরে ইউক্রেন রাশিয়ার তেল স্থাপনাগুলোতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে, যার উদ্দেশ্য মস্কোর যুদ্ধ অর্থায়নের সক্ষমতা দুর্বল করা।
এই হামলাগুলো বিশেষভাবে তেল শোধনাগারগুলোকে লক্ষ্য করে চালানো হয়, যেগুলোর অনেকই রাশিয়ার ইউরোপীয় অংশে অবস্থিত।
সূত্র : রয়টার্স



