পোল্যান্ডের ঘটনায় ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব

পোল্যান্ডের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার ড্রোন হামলা একেবারেই অগ্রহণযোগ্য। এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
পোল্যান্ডের ঘটনায় ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব
পোল্যান্ডের ঘটনায় ফ্রান্সে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব |বাসস

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার বলেছেন, পোল্যান্ডের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার ড্রোন হামলা একেবারেই অগ্রহণযোগ্য। এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হবে।

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট ‘ফ্রান্স ইন্টার রেডিও’কে বলেন, আজ তাকে (রাষ্ট্রদূতকে) ডাকা হবে। আমরা তাকে জানিয়ে দেব যে, ভয় পাব না ... ইচ্ছাকৃত হোক কিংবা না হোক, দুর্ঘটনাক্রমে হোক কিংবা না হোক, এটা খুবই গুরুতর বিষয় এবং এটা একেবারেই অগ্রহণযোগ্য।

তিনি আরো বলেন, আমাদের পরীক্ষা করার জন্য, ভয় দেখানোর উদ্দেশ্যে রাশিয়ার এটি একেবারেই ইচ্ছাকৃত কৌশল।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ার পর পোল্যান্ড ও ন্যাটো মিলে সেগুলো ভূপাতিত করে দেয়। রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশাসীমায় ঢুকে পড়াকে অগ্রহণযোগ্য মনে করছে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার বলেছেন, রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনাটি ভুলক্রমেও হয়ে থাকতে পারে।

গতকালই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেছেন, এই ঘটনার পর পোল্যান্ডের আকাশসীমা রক্ষায় ফ্রান্স তিনটি যুদ্ধবিমান মোতায়েন করবে।

সূত্র : বাসস