কলম্বিয়া প্রথমবারের মতো রাইফেল উৎপাদন করেছে। দেশটির কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, এ অস্ত্র তৈরির লক্ষ্য হলো এগুলোকে কলম্বিয়ার সাবেক সামরিক মিত্র ইসরাইলের সরবরাহ করা অস্ত্রের প্রতিস্থাপন করা।
দেশটির বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো গাজা উপত্যকায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চলমান সামরিক অভিযানের প্রতিবাদে ২০২৪ সালে ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ইন্দুমিল যুদ্ধ রাইফেল উৎপাদন করেছে।
এই অস্ত্রগুলোকে কলম্বিয়ায় উৎপাদন করা গ্যালিল রাইফেল প্রতিস্থাপন করা এর লক্ষ্য। ১৯৯০ সাল থেকে ইসরাইলি উপাদান ব্যবহার করে দেশটিতে এই গ্যালিল রাইফেল উৎপাদন করা হচ্ছে।
ইন্দুমিলের ব্যবস্থাপক ও অবসরপ্রাপ্ত কর্নেল জাভিয়ের কারমাগো এএফপি’কে বলেন, পাঁচ বছরে ৪ লাখ হালকা সস্তা রাইফেল উৎপাদন এবং ‘ধীরে ধীরে’ এগুলোকে সশস্ত্র বাহিনীতে বিদ্যমান অস্ত্রের প্রতিস্থাপন করার লক্ষ্য রয়েছে।
ইস্পাত ও পলিমার দিয়ে তৈরি নতুন অস্ত্রগুলো ১৫ থেকে ২৫ শতাংশ হালকা।
মাদকের বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়াকে তার মিত্র তালিকা থেকে বাদ দেয়ার পর পেট্রোও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছে।
সূত্র : এএফপি/বাসস