রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফা শান্তি পরিকল্পনায় অনুমোদন ট্রাম্পের

মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে ২৮ দফা একটি পরিকল্পনা অনুমোদন করেছেন।

মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা।

ওই কর্মকর্তা বলেন, ‘স্থায়ী শান্তি নিশ্চিত করতে পরিকল্পনাটিতে উভয় পক্ষের নিরাপত্তার নিশ্চয়তার ওপর জোর দেয়া হয়েছে। এতে এমন কিছু বিষয় রাখা রয়েছে যা ইউক্রেন চায় এবং টেকসই শান্তির জন্য প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘পরিকল্পনার বিস্তারিত ব্যাখ্যা করতে পারব না, কারণ এটি এখনো সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনার মধ্যে রয়েছে।’

তিনজন মার্কিন কর্মকর্তাও এনবিসি নিউজকে জানিয়েছেন, শান্তি চুক্তির ওই কাঠামো এখনো কিয়েভের কাছে উপস্থাপন করা হয়নি।

দুই মার্কিন কর্মকর্তা, একজন ইউরোপীয় কর্মকর্তা ও ইউক্রেন সরকারের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, দুটি উদ্দেশ্যকে সামনে রেখে মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যানিয়েল ড্রিসকোলের নেতৃত্বে একটি সেনা প্রতিনিধি দল বুধবার কিয়েভে পৌঁছায়। উদ্দেশ্য দুটি হলো- সামরিক কৌশল ও প্রযুক্তি নিয়ে আলোচনা করা ও প্রশাসনের শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার প্রচেষ্টাকে এগিয়ে নেয়া।

একজন মার্কিন কর্মকর্তা এই সফরকে হোয়াইট হাউসের ‘শান্তি আলোচনা পুনরায় শুরু করার প্রচেষ্টা’ হিসেবে বর্ণনা করেছেন। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘ড্যানিয়েল ড্রিসকোলের সাথে রাশিয়ার কোনো বৈঠকের পরিকল্পনা নেই।’

ইউক্রেন সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত এক ইউরোপীয় কর্মকর্তা বলেন, প্রস্তাবিত শান্তি পরিকল্পনা তৈরিতে ইউক্রেনের কোনো ভূমিকা ছিল না। ইউক্রেনকে পরিকল্পনার সার্বিক কাঠামো জানানো হয়েছে, কিন্তু বিস্তারিত ব্রিফিং দেয়া হয়নি বা মতামতও চাওয়া হয়নি।

এদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা মনে করছেন প্রস্তাবটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক, যেহেতু প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকার একটি দুর্নীতি কেলেঙ্কারিতে পড়েছে। এটি সম্ভবত ক্রেমলিনের একটি চেষ্টা, যাতে তারা একটি সম্ভাব্য দুর্বল ইউক্রেনীয় নেতৃত্বের সুযোগ নিতে পারে।

বুধবার (১৯ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেন সম্পর্কিত ‘চুক্তি’ বিষয়ক কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে পায়নি।

আমেরিকান সংবাদ ওয়েবসাইট এক্সিওসিস জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও পুতিনের দূত কিরিল দিমিত্রিয়েভ যুদ্ধ শেষ করার একটি কাঠামো নিয়ে আলোচনা করতে গত মাসের শেষ দিকে ফ্লোরিডার মায়ামিতে বৈঠক করেছেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি