সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল ইউক্রেন

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০২২ সালে রাশিয়া-সমর্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিলে দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করে ইউক্রেন।

নয়া দিগন্ত অনলাইন
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জেলেনস্কির সাথে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বৈঠক করার পর এ ঘোষণা দেয়া হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, প্রতিনিধিদলের সাথে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানিও বৈঠকে উপস্থিত ছিলেন।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ২০২২ সালে রাশিয়া-সমর্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিলে দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করে ইউক্রেন। এর কিছুক্ষণ পর সিরিয়াও ইউক্রেনের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।

জেলেনস্কি জানান, ইউক্রেন ও সিরিয়া তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য একটি যৌথ ঘোষণায় স্বাক্ষর করেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘আমরা এই গুরুত্বপূর্ণ পদক্ষেপকে স্বাগত জানাই এবং স্থিতিশীলতার পথে সিরিয়ার জনগণকে সমর্থন করতে আমরা প্রস্তুত।’

তিনি আরো বলেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সাথে আলোচনার সময় আমরা সহযোগিতার উন্নয়নের জন্য প্রতিশ্রুতিশীল ক্ষেত্রগুলো, উভয় দেশের নিরাপত্তা হুমকি এবং তাদের মোকাবেলার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।’

ইউক্রেনীয় নেতা বলেন, উভয় দেশ ‘পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক’ গড়ে তুলতে সম্মত হয়েছে।

জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনে যোগদানের জন্য গত রোববার মন্ত্রীদের একটি প্রতিনিধিদল নিয়ে আল-শারা নিউইয়র্কে পৌঁছান। প্রায় ছয় দশকের মধ্যে এই প্রথম সিরিয়ার কোনো প্রেসিডেন্ট এ সম্মেলনে যোগ দিলেন।

সূত্র : আল জাজিরা