ভারতের নিজস্ব অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য যেখান থেকে লাভজনক হবে, সেখান থেকেই তারা তেল কিনবে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার (৮ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ সাংবাদিকদের সাথে এক ফোনকলে এ কথা বলেছেন।
পেস্কভ বলেছেন, ‘ভারত একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনা করে আসছে। ভারতের যেখান থেকে লাভজনক হয়, তারা সেখান থেকেই জ্বালানি কিনবে। আর আমরা যতদূর বুঝি, আমাদের ভারতীয় অংশীদাররা তাদের অর্থনৈতিক স্বার্থ নিশ্চিত করতে এই নীতি অব্যাহত রাখবে।‘
এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগস্ট মাসে ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছেন। দেশটির মতে, রাশিয়া থেকে ভারত তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে মস্কোকে অর্থ সহায়তা করছে। যার শাস্তি হিসেবে ট্রাম্প এই পদক্ষেপ নিয়েছেন।
এদিকে, গত সপ্তাহে নয়াদিল্লি সফরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রস্তাব দিয়েছেন।
সূত্র : রয়টার্স



