ইউরোপের উত্তরাঞ্চলে শক্তিশালী ঝড় ‘জোহানেস’-এর আঘাতে নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগের আঘাতে সুইডেনে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে বলে শনিবার কর্তৃপক্ষ ও একটি বিদ্যুৎ সংস্থা জানিয়েছে।
ঝড়ের কারণে তিন দেশেই হাজারো বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
সুইডিশ আবহাওয়া ও জলবিদ্যা ইনস্টিটিউট (এসএমএইচআই) দেশটির উত্তরাঞ্চলের বড় অংশে প্রবল বাতাসের সতর্কতা জারি করেছে।
মধ্য সুইডেনের কুংসবার্গেট স্কি রিসোর্টের কাছে ঝড়ের সময় গাছে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গাভলেবর্গ পুলিশের কর্মকর্তা ম্যাটস ল্যান জানান, পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া সুইডেনের উত্তরাঞ্চলে আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা হেমাব জানিয়েছে, মাঠ পর্যায়ের কাজে নিয়োজিত তাদের এক কর্মী দুর্ঘটনায় মারা গেছেন।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এসভিটি জানিয়েছে, তিনিও গাছ চাপা পড়েছিলেন।
ফিনল্যান্ডে ঝড়ের প্রভাবে পরিস্থিতি আরো কঠিন হয়ে ওঠে।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম ইলে জানায়, পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে এবং সারা দেশে ১ লাখ ২০ হাজারের বেশি বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সুইডেনের সংবাদ সংস্থা টিটি জানায়, দেশটিতে অন্তত ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এদিকে, ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের কিট্টিলা বিমানবন্দরে প্রবল বাতাসে একটি যাত্রীবাহী বিমান ও একটি ছোট উড়োজাহাজ রানওয়ে থেকে সরে গিয়ে বরফের স্তূপে আটকে পড়ে।
সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হলেও এতে কেউ আহত হয়নি বলে ফিনিশ গণমাধ্যম জানিয়েছে।
সূত্র : এএফপি/বাসস



