গ্রিনল্যান্ড বিষয়ে ‘গঠনমূলক’ সংলাপের আহ্বান ডেনমার্কের প্রধানমন্ত্রীর

গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে গঠনমূলক সংলাপের আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন। তিনি স্পষ্ট করেন, নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে আলোচনা সম্ভব হলেও সার্বভৌমত্ব প্রশ্নে কোনো আপস হবে না।

নয়া দিগন্ত অনলাইন
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন |সংগৃহীত

গ্রিনল্যান্ড বিষয়ে আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা রেখে, বৃহস্পতিবার ‘গঠনমূলক’ সংলাপের আহ্বান জানিয়েছে ডেনমার্ক।

দেশটির প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেন, সংলাপ হতে হবে এমন, যাতে করে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য দেশটির ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রতি সম্মান বজায় থাকে।

প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন এক বিবৃতিতে বলেন, আমরা নিরাপত্তা, বিনিয়োগ ও অর্থনীতিসহ সকল রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তবে সার্বভৌমত্ব নিয়ে আলোচনা করা যায় না। আমি জানতে পেরেছি, এখন পর্যন্ত এমনটি হয়নি।

ইউরোপের ওপর শুল্ক আরোপ বাতিল এবং ডেনমার্ক থেকে গ্রিনল্যান্ড দখলের জন্য কোনো সামরিক পদক্ষেপ নেয়া হবে না- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকস্মিক এমন ঘোষণার পর ফ্রেডেরিকসেন এ মন্তব্য করেন।

ট্রাম্প ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সাংবাদিকদের জানান, এই সমঝোতা ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে আলোচনার মাধ্যমে তৈরি হয়েছে।

রুট বলেন, ট্রাম্পের সাথে তার আলোচনায় গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের বিষয়টি আসেনি।

ফ্রেডেরিকসেন জানান, তিনি ডাভোসে বৈঠকের আগে ও পরে রুটের সাথে আলাপ করেছেন।

তিনি আরো বলেন, ‘ডেনমার্কের রাজ্য চায়, আর্কটিক অঞ্চলে নিরাপত্তা শক্তিশালী করার উপায় নিয়ে আমাদের মিত্রদের সাথে গঠনমূলক সংলাপ অব্যাহত থাকুক। তবে এটি করতে হবে আমাদের ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে।’

উল্লেখ্য, উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভীয় দেশ ডেনমার্ক, উত্তর আটলান্টিকের স্বশাসিত ফারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড নিয়ে ডেনিশ রাজতন্ত্র গঠিত।

সূত্র : বাসস