ইউরোপের দেশ আইসল্যান্ডে প্রথমবারের মতো মশার সন্ধান মিলেছে। চলতি মাসে হাভালফজোর্ডুরের কাছে কেজোস নামক গ্রামীণ উপত্যকায় এর তিনটি নমুনা শনাক্ত করা হয়েছে।
আইসল্যান্ডের জাতীয় সম্প্রচার পরিষেবা সোমবার জানিয়েছে, পোকামাকড় নিয়ে আগ্রহী বিয়র্ন হালতাসন তার ফেসবুক গ্রুপ স্কর্ডির অ্যা আইল্যান্ডিতে (আইসল্যান্ডে পোকামাকড়) এই আবিষ্কারের কথা প্রথম জানান।
নমুনাগুলো বিশ্লেষণের জন্য আইসল্যান্ডিক ইনস্টিটিউট অফ ন্যাচারাল হিস্ট্রিতে হস্তান্তর করা হয়েছিল। যেখানে কীটতত্ত্ববিদ ম্যাথিয়াস আলফ্রেডসন নিশ্চিত করেছেন যে, এগুলো আসলে মশা ছিল।
এই প্রজাতিকে কুলিসেটা আনুলাটা (Culiseta annulata) হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা উত্তর ইউরোপে ঠান্ডা-সহনশীল মশা হিসেবে পরিচিত।
ম্যাথিয়াস বলেন, ‘খুব সম্ভবত মশাটি এখানে থাকবে।’ শীতকালে এটি গুদাম ও গবাদি পশুর ঘরের মতো উষ্ণ ছায়াযুক্ত জায়গায় থাকে।
যদিও মাঝেমধ্যে বিমানে করে মশা আইসল্যান্ডে এসে পৌঁছায়, তবে আইসল্যান্ডের মাটিতে এই প্রথম মশার আবাসস্থল পাওয়া গেছে।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ভবিষ্যদ্বাণী করে আসছে যে, মশা আইসল্যান্ডে নিজেদের আবাসস্থল তৈরি করতে পারে। বিশেষ করে ২০১৫ সালে সেখানে কামড়ানো মিডজেস শনাক্ত হওয়ার পর।
আইসল্যান্ডে মশার সন্ধান প্রমাণ করে যে, জলবায়ু ও পরিবেশগত পরিবর্তন ঠান্ডা-সহনশীল পোকামাকড়ের প্রজাতির বিস্তার আগের চেয়ে আরো বেশি উত্তরে প্রসারিত করতে পারে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি