মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর

রাশিয়া এ নিয়ে টানা দ্বিতীয় রাতে ইউক্রেনের ড্রোন হামলার খবর দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গত মার্চে মস্কোতে ড্রোন হামলাটি ছিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা
গত মার্চে মস্কোতে ড্রোন হামলাটি ছিল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা |সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাতের মতো ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াতসিয়া সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজধানীর চারটি প্রধান বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল কিন্তু পরে আবার খুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ মে) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইউক্রেন অবশ্য এখনো মস্কোতে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। কিন্তু খারকিভের মেয়র বলেছেন, রাশিয়া রাতের বেলায় খারকিভের পাশাপাশি কিয়েভেও ড্রোন হামলা চালিয়েছে।

রাশিয়া এ নিয়ে টানা দ্বিতীয় রাতে ইউক্রেনের ড্রোন হামলার খবর দিয়েছে। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতে ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।

এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় দুই কিশোর আহত হয়েছে এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

উল্লেখ্য, ইউক্রেন গত বছরের আগস্টে কুরস্ক অঞ্চলে একটি আকস্মিক অভিযান চালিয়ে কিছু এলাকা নিয়ন্ত্রণে নেয়। তবে, রাশিয়া পরে দাবি করে যে তারা পুরো অঞ্চলটি পুনরুদ্ধার করেছে। যদিও ইউক্রেন দাবি, তাদের সেনাবাহিনী এখনও কুরস্ক অঞ্চলে সক্রিয় রয়েছে।