রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে শনিবার (১৩ সেপ্টেম্বর) ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।
ইউএসজিএসের তথ্য অনুসারে, কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১১ কিলোমিটার (৬৯ মাইল) পূর্বে ৩৯.৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। জরিপে এর আগে ৭.৫ মাত্রা পরিমাপ করা হয়েছিল। পরে তা কমিয়ে আনা হয়।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রাশিয়ার কিছু উপকূলে এক মিটার (৩.৩ ফুট) পর্যন্ত ‘বিপজ্জনক’ ঢেউ আছড়ে পড়তে পারে। জাপান, হাওয়াই ও প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপপুঞ্জে ৩০ সেন্টিমিটারেরও কম উচ্চতার ঢেউ দেখা দিতে পারে।
এর আগে, চলতি বছরের জুলাই মাসে কামচাটকা উপদ্বীপে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি আঘাত হানে। এতে প্রশান্ত মহাসাগরজুড়ে চার মিটার উঁচু সুনামি সৃষ্টি হয়। হাওয়াই ও জাপানের লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়।
সূত্র : এএফপি