সোমবার ফ্রান্স যখন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন দেশটির ২১টি পৌরসভায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়েছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম বিএফএম টিভি জানিয়েছে, ফ্রান্সের মোট পৌরসভা হলো ৩৪ হাজার ৮৭৫টি। সরকারের পক্ষ থেকে নির্দেশনা ছিল- পৌরসভাসহ কোনো সরকারি ভবনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা যাবে না। কিন্তু এই স্পষ্ট নির্দেশনার পরেও ২১টি পৌরসভা পতাকা উত্তোলন করেছে।
যেসব শহরে পতাকা উত্তোলন করা হয়েছে তার মধ্যে রয়েছে নান্টেস, স্টেইনস এবং সেন্ট-ডেনিস। অন্যান্য পৌরসভা সন্ধ্যার পরে পতাকা উত্তোলনের পরিকল্পনা করছে বলে জানা গেছে।
রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে তাদের স্বীকৃতির ঘোষণা দিয়েছে। ফলে জাতিসঙ্ঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে এই পদক্ষেপ নেয়া মোট সদস্য সংখ্যা ১৫৩ তে পৌঁছেছে।
মাল্টা, লুক্সেমবার্গ, ফ্রান্স, বেলজিয়াম ও আর্মেনিয়াসহ আরো এগারোটি দেশও জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি