যুক্তরাজ্যজুড়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) তীব্র শীত ও ভারী তুষারঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। দেশব্যাপী শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বহু এলাকায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।
রাতভর তাপমাত্রা কমে যাওয়ায় আবহাওয়া অফিস একাধিক সতর্কতা জারি করেছে। আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আরো ‘থান্ডারস্নো‘ আঘাত হানতে পারে। যুক্তরাজ্যের অন্যান্য জায়গায় তুষারপাত ও বরফের জন্য অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।
বিবিসির খবর অনুযায়ী, উত্তর-পূর্ব স্কটল্যান্ডে ১০০টিরও বেশি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে আরো স্কুল বন্ধের খবর পাওয়া গেছে। পশ্চিম ওয়েলসে রাতভর তুষারপাত ও বরফের কারণে শত শত বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, বরফের রাস্তা ও ভারী তুষারপাতের কারণে ভ্রমণ অনিরাপদ হয়ে উঠেছে। আবার অনেক স্কুল বিদ্যুৎ সমস্যার কারণে গরমের ব্যবস্থা চালু রাখতে না পারায় খুলে দেওয়া সম্ভব হয়নি।
যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বেশ কয়েকটি অঞ্চলে অ্যাম্বার কোল্ড-হেলথ অ্যালার্ট জারি করেছে। এতে ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার সতর্কতা আরোপ করা হয়েছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



