নোবেল পুরস্কার পেতে হলে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে : ম্যাক্রোঁ

ম্যাক্রোঁ বলেন, যুদ্ধ শেষ করার জন্য ইসরাইলের ওপর চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে।

নয়া দিগন্ত অনলাইন
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার পেতে চান, তাহলে তাকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে বলে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

নিউইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টিভিতে কথা বলতে গিয়ে ম্যাক্রোঁ বলেন, যুদ্ধ শেষ করার জন্য ইসরাইলের ওপর চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে।

তিনি বলেন, ‘একজন ব্যক্তি আছেন যিনি এ নিয়ে কিছু করতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। আর তিনি আমাদের চেয়ে বেশি কিছু করতে পারেন, কারণ আমরা এমন অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করি না যা গাজায় যুদ্ধ চালানোর সুযোগ করে দেয়। যুক্তরাষ্ট্র এই কাজটি করে।’

একইদিনে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে ট্রাম্প কড়া ভাষায় বক্তৃতা দেন। এ সময় তিনি পশ্চিমা মিত্রদের ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন করার পদক্ষেপকে প্রত্যাখ্যান করে বলেন, এটি হামাসের জন্য পুরস্কার হবে। তিনি আরো বলেন, ‘আমাদের অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে। আমাদের অবিলম্বে শান্তি আলোচনা করতে হবে।’

ট্রাম্পের বক্তৃতা নিয়ে ম্যাক্রোঁ বলেন, “আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখতে পাচ্ছি যিনি সক্রিয়ভাবে যুক্ত। তিনি আজ সকালে মঞ্চ থেকে আবারো বলেছেন, ‘আমি শান্তি চাই। আমি সাতটি সংঘাতের সমাধান করেছি।’ তিনি নোবেল শান্তি পুরস্কার চান। নোবেল শান্তি পুরস্কার তখনই সম্ভব, যখন তিনি এই সংঘাত বন্ধ করবেন।”

কম্বোডিয়া, ইসরাইল ও পাকিস্তানের মতো দেশগুলো শান্তি চুক্তি বা যুদ্ধবিরতিতে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে।

ট্রাম্প বলেছেন, তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য, যা তার চারজন পূর্বসূরি প্রেসিডেন্টকে দেয়া হয়েছিল।

সূত্র : রয়টার্স