ইউরোপীয় ইউনিয়ন ২০২৭ সালের শরৎকালের মধ্যে রুশ গ্যাসের সব আমদানি নিষিদ্ধ করার চুক্তিতে সম্মত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতা ও ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো এ ঘোষণা দিয়েছে।
চুক্তিটি সদস্য রাষ্ট্র ও ইউরোপীয় পার্লামেন্টের মধ্যকার একটি সমঝোতাকে চিহ্নিত করে। যারা চেয়েছিল নিষেধাজ্ঞাটি দ্রুত কার্যকর হোক।
ইউরোপীয় কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ কাউন্সিলের সভাপতি ও ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানি পর্যায়ক্রমে বন্ধ করার নিয়ন্ত্রণের বিষয়ে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন।’
বিবৃতিতে আরো বলা হয়, এ পদক্ষেপের লক্ষ্য হলো রুশ জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করা। ইউরোপীয় জ্বালানি বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলে রাশিয়া গ্যাস সরবরাহকে অস্ত্রায়ন করছে।
পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ওপর এই দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা চুক্তি ২০২৭ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হবে এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জন্য এ চুক্তি কার্যকর হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে।
স্বল্পমেয়াদী চুক্তির ক্ষেত্রে, এলএনজির ওপর ২০২৬ সালের ২৫ এপ্রিল এবং পাইপলাইন গ্যাসের ওপর একই বছরের ১৭ জুন থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।
তবে সময়সীমার জন্য ইউরোপীয় পার্লামেন্ট ও সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পেতে হবে।
সূত্র : এএফপি



