সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে আছে ফ্রান্স। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ২০২৬ সালের বাজেট পরিকল্পনার কঠোর বিরোধিতা করে স্কুল থেকে পরিবহণ পর্যন্ত সব ক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো।
২০২৩ সালের পর ফের এই অচলাবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসন। বৃহস্পতিবার শিক্ষক, ট্রেনচালক, ফার্মাসিস্ট ও স্বাস্থ্যকর্মীরা একসাথে প্রতিবাদে যোগ দিয়েছেন।
নিজেদের স্কুলের সামনে বিক্ষোভে যোগ দিয়েছে শিক্ষার্থীরাও। প্যারিসের লিসে মরিস র্যাভেল স্কুলের সামনে শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে লেখা রয়েছে ‘সরকারের কার্পণ্যের বিরুদ্ধে স্কুলকে অবরুদ্ধ করো’।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত আট লাখ মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হতে চলেছেন। সকাল থেকেই ফ্রান্সের বিভিন্ন অংশে মোতায়েন করা হয়েছে ৮০ হাজার পুলিশ।
বৃহস্পতিবার ফ্রান্সের শ্রমিক সংগঠনগুলো কমপক্ষে ২৫০টি প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুর ঘোষিত গ্রীষ্মকালীন বাজেট পরিকল্পনার বিরুদ্ধেই এই প্রতিবাদ। সংগঠনগুলো মনে করছে, এই পরিকল্পনা জনবিরোধী।
এর পাশাপাশি জনসেবা খাতে আরো ব্যয় করার, ধনীদের ওপর উচ্চ কর আরোপ এবং পেনশন প্রকল্প পরিবর্তনের ডাক দিয়েছে সংগঠনগুলো।
ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু এখনো এই পরিকল্পনার কোনো পরিবর্তন ঘোষণা করেননি।
সূত্র : ডয়চে ভেলে