ল্যুভর মিউজিয়ামে চুরির ঘটনায় আটক ২

গত রোববার বিশ্বের সবচেয়ে দর্শকপ্রিয় এই ল্যুভর মিউজিয়াম থেকে মূল্যবান অলঙ্কার চুরির ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
ল্যুভর মিউজিয়াম
ল্যুভর মিউজিয়াম |সংগৃহীত

প্যারিসের ল্যুভর মিউজিয়াম থেকে মূল্যবান অলঙ্কার চুরির ঘটনায় দুইজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

লে প্যারসিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া দুই ব্যক্তি প্যারিসের সেন-সাঁ-দেনি এলাকার বাসিন্দা। তাদের মধ্যে একজন চার্লস দ্য গল বিমানবন্দর থেকে বিমানে চড়ার চেষ্টা করছিলেন।

এর আগে, গত রোববার বিশ্বের সবচেয়ে দর্শকপ্রিয় এই ল্যুভর মিউজিয়াম থেকে মূল্যবান অলঙ্কার চুরির ঘটনা ঘটে। চারজন ব্যক্তি দিনে দুপুরে অনেকটা ফিল্মি স্টাইলে জাদুঘরে প্রবেশ করে।

ফ্রান্সের আইনমন্ত্রী স্বীকার করেন, দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে ভয়াবহ এই চুরির ঘটনা ঘটেছে।

সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ডে নেয়া হয়েছে। একইসাথে ঘটনাটি তদন্তও করছে পুলিশ।

সূত্র : বিবিসি