রুশ যুদ্ধ অবসানে ‘সংশোধিত’ কাঠামো ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচনার সময় উভয়পক্ষই ‘অসাধারণ’ অগ্রগতি অর্জন করেছে। যদিও তাদের যৌথ বিবৃতিতে মস্কো ও কিয়েভের মধ্যে বিরোধের অনেক জটিল বিষয় সমাধানের জন্য কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো ‍রুবিও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো ‍রুবিও |সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি সংশোধিত কাঠামো ঘোষণা করেছে। ওয়াশিংটনের আগের প্রস্তাবটি মস্কোর পক্ষে অত্যধিক অনুকূল হওয়ায় তা সমালোচনার মুখে পড়েছিল।

রোববার (২৩ নভেম্বর) মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা একটি ‘সংশোধিত ও পরিমার্জিত শান্তি কাঠামো’ ঘোষণা করে বলেছেন, তারা একমত যে রাশিয়ার যুদ্ধের অবসানের জন্য যেকোনো চুক্তিতে ইউক্রেনের সার্বভৌমত্বকে ‘সম্পূর্ণরূপে সমুন্নত’ রাখা উচিত। তবে কাঠামোর বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়নি।

জেনেভায় আলোচনার পর এক যৌথ বিবৃতিতে কর্মকর্তারা বলেন, ‘উভয়পক্ষই একমত হয়েছে যে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আলোচনায় অবস্থান সমন্বয় ও পরবর্তী পদক্ষেপগুলো স্পষ্টভাবে চিহ্নিত করার দিকে অর্থপূর্ণ অগ্রগতি দেখা গেছে। উভয়পক্ষই টেকসই ও ন্যায়সঙ্গত শান্তির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ওয়াশিংটন ও কিয়েভ ‘ইউক্রেনের নিরাপত্তা, স্থিতিশীলতা ও পুনর্গঠন নিশ্চিত করে এমন একটি শান্তি চুক্তি নিশ্চিত করতে’ একসাথে কাজ চালিয়ে যাওয়ার জন্য তাদের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছে।

রোববার দিনের শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আলোচনার সময় উভয়পক্ষই ‘অসাধারণ’ অগ্রগতি অর্জন করেছে। যদিও তাদের যৌথ বিবৃতিতে মস্কো ও কিয়েভের মধ্যে বিরোধের অনেক জটিল বিষয় সমাধানের জন্য কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়া হয়নি।

রুবিও বলেন, আলোচকরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮-দফা শান্তি পরিকল্পনায় কিছু পরিবর্তন এনেছেন। যার মধ্যে ন্যাটোর ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি আরো বলেন, ‘কিন্তু আমি আপনাদের বলতে পারি, আমার ধারণা যে আমরা এখানে কিছু করতে পারব। কারণ আমরা আজ অসাধারণ অগ্রগতি করেছি।’

সূত্র : আল জাজিরা