রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নারী নিহত

রাশিয়ার ড্রোন ও বিমান হামলায় ইউক্রেনের খারকিভে ২০ বছর বয়সী এক নারী নিহত এবং সুমি অঞ্চলে শিশুসহ কয়েকজন আহত হয়েছে। খারকিভ, সুমি ও ওডেসায় আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের খারকিভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের খারকিভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া |সংগৃহীত

রাশিয়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার এ হামলায় ২০ বছর বয়সী এক নারী নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ রোববার ভোরে আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খারকিভের মেয়র ইগর তেরেখভ টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়া একটি ব্যক্তিমালিকানাধীন বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে। যার ফলে এক নারী নিহত হয়।

আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ পরে বলেন, রাশিয়ার একটি দীর্ঘ-পাল্লার ড্রোন একটি বাড়িতে আঘাত হানে। ফলে ড্রোন হামলায় ২০ বছর বয়সী এক নারী নিহত এবং আরো একজন আহত হয়েছে।

সিনেগুবভ আরো বলেন, হামলার পর ৪১ বছর বয়সী এক নারী ‘তীব্র’ মানসিক চাপের মধ্যে রয়েছেন।

খারকিভের বাইরের অন্যান্য ইউক্রেনীয় শহর ও অঞ্চলে রুশ হামলা বিস্তৃত ছিল।

জরুরি পরিষেবা সংস্থাগুলো জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে একটি আবাসিক এলাকায় রাশিয়ার বিমান হামলায় তিন নারী ও সাত বছর বয়সী এক শিশু আহত হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় ১৫টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওডেসা অঞ্চলের ইজমাইল জেলার কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া আবারো গুরুত্বপূর্ণ অবকাঠামো স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রাথমিক তথ্যে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্মকর্তারা বলেছেন, এই হামলাটি দানিউব বন্দর অঞ্চলে বারবার চালানো হামলার ধারাবাহিকতার অংশ।

রাশিয়ার সাথে চার বছরের যুদ্ধের অবসান কিভাবে করা যায় সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে আলোচনার জন্য শনিবার ইউক্রেনীয় আলোচকরা যুক্তরাষ্ট্রে পৌঁছানোর সময় এই হামলাগুলো করা হয়েছে, যেখানে নিরাপত্তা নিশ্চয়তা ও যুদ্ধোত্তর পুনরুদ্ধারের ওপর আলোকপাত করা হবে বলে আশা করা হচ্ছে।

এই যুদ্ধ বর্তমানে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সঙ্ঘাত।

সূত্র : বাসস