গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকির নিন্দা ইউরোপীয় নেতাদের

এই পদক্ষেপ ট্রান্সআটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক অবনতি ঘটাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

নয়া দিগন্ত অনলাইন
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকির নিন্দা ইউরোপীয় নেতাদের
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের শুল্কারোপের হুমকির নিন্দা ইউরোপীয় নেতাদের |আল জাজিরা

আধা-স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই দখল চেষ্টায় যারা বাধা দেবে, তাদের উপর শুল্কারোপের হুমকি দিয়েছেন তিনি। এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।

রোববার (১৮ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান তারা। একইসাথে এই পদক্ষেপ ট্রান্সআটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে বিপজ্জনক অবনতি ঘটাবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

যৌথ বিবৃতিতে অংশ নিয়েছে ইউরোপীয় দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্য। এসব ইউরোপীয় নেতারা বলেন, তারা ডেনমার্ক ও আধা-স্বায়ত্তশাসিত ডেনিশ অঞ্চল গ্রিনল্যান্ডের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করছে।

তারা আরো বলেন, গত সপ্তাহে শুরু হওয়া প্রক্রিয়ার উপর ভিত্তি করে আমরা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার নীতির উপর ভিত্তি করে একটি সংলাপে অংশ নিতে প্রস্তুত। আমরা দৃঢ়ভাবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে রয়েছি।

নেতারা আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট যদি শুল্কারোপ করেন, তাহলে ট্রান্সআটলান্টিক সম্পর্ক দুর্বল হয়ে যাবে। আমরা আমাদের প্রতিক্রিয়ায় ঐক্যবদ্ধ এবং সমন্বিতভাবে অবস্থান করব। আমরা আমাদের সার্বভৌমত্ব সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সূত্র : আল জাজিরা