রাশিয়া ৫ বছরের মধ্যে হামলা চালাতে পারে : ন্যাটো প্রধান

ন্যাটো প্রধান উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া তাদের প্রতিরক্ষা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ন্যাটোর মহাসচিব মার্ক রুট
ন্যাটোর মহাসচিব মার্ক রুট |সংগৃহীত

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট সতর্ক করে বলেছেন, রাশিয়া আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে আক্রমণ করতে পারে। তিনি মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি ও জোটের প্রতিরোধ ক্ষমতা জোরদার করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বার্লিনে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন, ‘হুমকি সম্পর্কে আমাদের স্পষ্ট থাকতে হবে। আমরাই রাশিয়ার পরবর্তী নিশানা।’

তিনি আরো বলেন, ‘ন্যাটোর নিজস্ব প্রতিরক্ষা আপাতত টিকে থাকতে পারবে। কিন্তু যুদ্ধের জন্য নিবেদিত অর্থনীতির কারণে রাশিয়া পাঁচ বছরের মধ্যে ন্যাটোর বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত হতে পারে।’

ন্যাটো প্রধান উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া তাদের প্রতিরক্ষা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। এই বছর প্রায় দুই হাজার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং প্রতি মাসে আনুমানিক দুই হাজার ৯০০টি ড্রোন তৈরি করেছে।

পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার হাইব্রিড যুদ্ধ শুরু করার অভিযোগ এনে রুট বলেন, গোপন অভিযান, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতামূলক হামলা, ড্রোন অনুপ্রবেশ ও আকাশসীমা লঙ্ঘনের পিছনে মস্কোর হাত রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ‘রাশিয়ার উস্কানির প্রতি ন্যাটোর প্রতিক্রিয়া শান্ত, সিদ্ধান্তমূলক ও সমানুপাতিক। তবে আমাদের আরো উত্তেজনা ও সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হবে। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের প্রতি আমাদের অবিচল অঙ্গীকার শক্তিশালী বার্তা পাঠায় যে এক দেশের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ। যেকোনো আক্রমণকারীর জানা উচিত যে আমরা কঠোরভাবে পাল্টা আঘাত করতে পারি ও করব।’

তিনি জার্মান সরকারের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত ও বৃহৎ প্রতিরক্ষা বিনিয়োগের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতি হিসেবে এই প্রচেষ্টাগুলো তাৎপর্যপূর্ণ। তিনি এই প্রচেষ্টার বিরোধিতাকারীদের সমালোচনা করেন এবং সতর্ক করেন যে রাশিয়ার সৃষ্ট হুমকি বাস্তব।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি