আস্থা ভোটে হেরে পদচ্যুত ফ্রান্সের প্রধানমন্ত্রী

নয় মাস ধরে দায়িত্ব পালনকারী বাইরু আজ মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেবেন বলে তার কার্যালয় জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু
ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু |সংগৃহীত

ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদচ্যুত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু। এতে দেশটির রাজনৈতিক সংকট আরো গভীর হয়েছে এবং দুই বছরেরও কম সময়ের মধ্যে পঞ্চম প্রধানমন্ত্রী খুঁজে বের করার দায়িত্ব প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাঁধে পড়েছে।

নয় মাস ধরে দায়িত্ব পালনকারী বাইরু মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পদত্যাগপত্র জমা দেবেন বলে তার কার্যালয় জানিয়েছে। ম্যাক্রোঁর অফিস জানিয়েছে, খুব শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে।

এর আগে, সোমবার জাতীয় পরিষদে দেশের ঋণ কমাতে প্রায় ৪৪ বিলিয়ন ইউরো কমানোর পরিকল্পনার জন্য বাইরু-নেতৃত্বাধীন সরকারকে পদচ্যুত করার পক্ষে ভোট দেয়া হয়। বাইরু একটি বাজেট পরিকল্পনার জন্য সংসদীয় অনুমোদন নিশ্চিত করতে তার নেতৃত্বকে ঝুঁকির মুখে ফেলেছিলেন। এর লক্ষ্য ছিল ইউরোপীয় ইউনিয়নের তিন শতাংশ সীমার প্রায় দ্বিগুণ ঘাটতি ও জিডিপির ১১৪ শতাংশ ঋণের বোঝা কমানো।

ভোটের আগে, পার্লামেন্টের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সরকারকে টেনে নামানোর ক্ষমতা আছে, কিন্তু বাস্তবতা মুছে ফেলার ক্ষমতা নেই। বাস্তবতাকে দমন করতে পারবেন না, ব্যয় বাড়তে থাকবে, এবং অসহনীয় ঋণের বোঝা আরো ব্যয়বহুল হয়ে উঠবে।’

কিন্তু পার্লামেন্ট তার আপিল খারিজ করে দেয়। তার বিপক্ষে ৩৬৪ ভোট এবং পক্ষে মাত্র ১৯৪ ভোট পড়ে।

সূত্র : আল জাজিরা