দুর্নীতি মামলার তদন্তে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ ও শীর্ষ আলোচক আন্দ্রি ইয়ারমাকের বাড়িতে তল্লাশি অভিযান চালানো পর শুক্রবার জেলেনস্কি তাকে অপসারণ করেছেন।
ইয়ারমাকের অপসারণ জেলেনস্কির জন্য একটি বড় ধাক্কা। কারণ, এটি ইউক্রেনকে রাজনৈতিকভাবে দুর্বল করেছে যখন তারা ক্রমবর্ধমান রাশিয়ান আক্রমণের মোকাবিলা করছে।
একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসানের জন্য একটি পরিকল্পনা তৈরি করছে, যা কিয়েভের আশঙ্কা তৈরি করছে যে এই পরিকল্পনাটি রাশিয়াকে বড় ছাড় দিতে পারে।
৫৪ বছর বয়সী ইয়েরমাক এই সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সঙ্কটময় শান্তি আলোচনায় ইউক্রেনের পক্ষে আলোচনা করার কথা ছিল। কিন্তু সেই পরিকল্পনা এখন জানালার বাইরে বিষয়টি সম্পর্কে অবহিত একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ইয়েরমাকের পরিবর্তে আলোচনার নেতৃত্ব দেবেন ইউক্রেনীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ।
গত সপ্তাহেই, জেলেনস্কি আস্থা ভোটে ইউক্রেনের শীর্ষ আলোচক হিসেবে ইয়েরমাককে মনোনীত করেন। যদিও বিরোধী দলের পক্ষ থেকে তার বিভেদ সৃষ্টিকারী চিফ অফ স্টাফকে অপসারণের জন্য ক্রমবর্ধমান চাপ ছিল।
এরপর শুক্রবার জেলেনস্কি একটি ভিডিও ভাষণে ঘোষণা করেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় পুনর্গঠিত করা হবে। কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়েরমাক তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।’
কয়েক মিনিট পরেই জেলেনস্কি ইয়েরমাককে ‘বরখাস্ত’ করার জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেন।
শুক্রবার সকালে জাতীয় দূর্নীতি বিরোধী সংস্থা (নাবু)-এর তদন্তকারীরা জানিয়েছেন যে তারা এবং বিশেষায়িত দূর্নীতি বিরোধী প্রসিকিউটরের কার্যালয় তদন্তের অংশ হিসেবে ইয়েরমাকের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়েছে।
সূত্র : এএফপি/বাসস



