দুর্লভ রত্ন চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি ল্যুভরের পরিচালক

ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া রত্নের মূল্য ১০ কোটি ডলারেরও বেশি বলে জানিয়েছেন এক ফরাসি প্রসিকিউটর।

নয়া দিগন্ত অনলাইন

প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া রত্নের মূল্য ১০ কোটি ডলারেরও বেশি। একজন ফরাসি প্রসিকিউটর মঙ্গলবার (২১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন। এই চুরির ঘটনায় সিনেট কমিটির নিরাপত্তা প্রশ্নের মুখোমুখি হচ্ছেন জাদুঘরের পরিচালক।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রোববার সকালে মাত্র সাত মিনিটের মধ্যে রাজকীয় অলঙ্কার চুরি করার পর থেকে পরিচালক লরেন্স ডেস কারস কোনো প্রকাশ্য বিবৃতি দেননি।

তদন্তের জন্য দুই দিন বন্ধ ও মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকার পর আজ বুধবার ল্যুভর মিউজিয়াম পুনরায় খোলার আশা করা হচ্ছে।

গত মাসে দুটি প্রতিষ্ঠানে হামলার পর, সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অবস্থিত ল্যুভর মিউজিয়াম থেকে অমূল্য রত্ন চুরি হওয়ার ঘটনাটি দেশটির জাদুঘরগুলোতে নিরাপত্তা ঘাটতি নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। নতুন করে প্রশ্ন উঠেছে জাদুঘরগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

মঙ্গলবার প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ বলেন, ‘ল্যুভর মিউজিয়ামের কিউরেটর ক্ষতির পরিমাণ ৮৮ মিলিয়ন ইউরো বা ১০২ মিলিয়ন ডলার বলে অনুমান করেছেন।’

তবে তিনি বলেন, অমূল্য রত্ন চুরি হওয়ায় ফ্রান্সের ঐতিহ্যের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। অসংখ্য তদন্তকারী গত রোববারের এই চুরির ঘটনায় যারা জড়িত তাদের খুঁজছে।

বেকুউ নিশ্চিত করেন, রোববারের ডাকাতির ঘটনায় চারজন জড়িত ছিল এবং কর্তৃপক্ষ ঘটনাস্থলে পাওয়া আঙুলের ছাপ বিশ্লেষণ করছে।

গোয়েন্দারা স্কুটারে পালিয়ে যাওয়া ডাকাতদের চিহ্নের জন্য জাদুঘরের আশপাশের ভিডিও ক্যামেরার ফুটেজ এবং প্যারিসের প্রধান মহাসড়কগুলোও খতিয়ে দেখছেন।

সূত্র : বাসস