রাশিয়ার পূর্বাঞ্চলের একটি উপকূলীয় শহরে সুনামির ঢেউ আছড়ে পড়ার ভিডিও বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত হয়েছে। ভিডিওতে দেখা যায়, বিশাল ঢেউ বাড়িঘর ও অন্যান্য ধ্বংসাবশেষ ভাসিয়ে সমুদ্রে নিয়ে যাচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৪ মিটার (১৩ ফুট) উঁচু ঢেউ বন্দর এবং একটি মাছ প্রক্রিয়াকরণ কেন্দ্রকে প্লাবিত করেছে। এতে বন্দর থেকে জাহাজগুলো ভেসে গেছে।
রাশিয়ার সাখালিন অঞ্চলে একটি বিদ্যুৎ গ্রিডও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া সাখালিন এবং কামচাটকার জন্য সুনামি সতর্কতা তুলে নিয়েছে।
জাপানে প্রায় ১৯ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের উঁচু স্থানে যেতে বলেছে। প্রাথমিকভাবে দেশটিতে ঢেউয়ের মাত্রা তুলনামূলকভাবে ছোট ছিল। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, এগুলো ৩ মিটার (৯.৮ ফুট) পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
জাপানের আবহাওয়া সংস্থা তাদের অনেক সুনামি সতর্কতাকে সতর্কতা হিসেবে নামিয়ে এনেছে।
হাওয়াইতে কর্মকর্তারা প্রথমে সম্ভাব্য ১০ ফুট উঁচু ঢেউ সম্পর্কে সতর্ক করেছিলেন। কিন্তু প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দ্বীপজুড়ে সুনামির সতর্কতাও এখন একটি পরামর্শমূলক স্তরে নামিয়ে আনা হয়েছে।
এর অর্থ হলো শক্তিশালী ঢেউ, ছোটখাটো বন্যা এবং তীব্র স্রোতের সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের সুনামি আঘাত হানার সম্ভাবনা নেই।
হাওয়াই জরুরি ব্যবস্থাপনা সংস্থার পরিচালক স্টিফেন লোগান বলেছেন, যাদের সরিয়ে নেয়া হয়েছে তারা বাড়ি ফিরে যেতে পারেন।
সূত্র : বিবিসি