রাশিয়া ও ইউক্রেন গতকাল শুক্রবার জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের শেষ অবশিষ্ট ব্যাকআপ বিদ্যুৎ লাইন মেরামতের জন্য স্থানীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) গতকাল শুক্রবার তথ্য জানিয়েছে।
জাতিসঙ্ঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গত ২ জানুয়ারি সামরিক হামলার ফলে ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন হয়ে যাওয়া বিদ্যুৎ লাইনের কাজ ‘আগামী কয়েকদিনের মধ্যে শুরু হওয়া উচিত।
আইএইএ-এর মহা-পরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, এই অস্থায়ী যুদ্ধবিরতি, আমাদের অপরিহার্য ভূমিকা পালনের ইঙ্গিত দেয়। এটি নিয়ে আমরা চতুর্থবারের মতো আলোচনা করেছি।
ভিয়েনা-ভিত্তিক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ঘটনাস্থলে তাদের দল ‘বিপুল সংখ্যক বিস্ফোরণের শব্দ শুনেছে, যার মধ্যে কয়েকটি ঘটনাস্থলের আশপাশের অঞ্চলেও শোনা গেছে।
এতে আরো বলা হয়েছে, ‘গত সপ্তাহে দলটি প্রতিদিন একাধিক বিমান হামলার সতর্কতা জারি করেছে এবং তাদের জানানো হয়েছে যে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে একটি সামরিক উড়ন্ত বস্তু দেখা গেছে।’
জাপোরিঝিয়া ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং ২০২২ সালের মার্চ মাস থেকে কেন্দ্রটি রাশিয়ান বাহিনীর দখলে রয়েছে।
এটি ডিনিপার নদীর তীরে অবস্থিত। দখলের পর থেকে এর ছয়টি চুল্লি বন্ধ করে দেয়া হয়েছে।
মস্কো এবং কিয়েভ বারবার একে অপরকে সাইটটিতে আক্রমণ করে পরমাণু বিপর্যয়ের ঝুঁকি নেয়ার অভিযোগ করেছে।
সূত্র : বাসস



