যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তা দিলে নির্বাচন করতে প্রস্তুত : জেলেনস্কি

ট্রাম্প এর আগে ইঙ্গিত দিয়েছিলেন, ইউক্রেনের সরকার নির্বাচন এড়াতে রাশিয়ার যুদ্ধকে ব্যবহার করছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলেদিমির জেলেনস্কি |সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কিয়েভের অন্যান্য মিত্ররা যদি ভোটগ্রহণ প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পারে তবে তার সরকার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত।

জেলেনস্কির বিবৃতিটি এমন সময়ে এলো, যখন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন চাপের সম্মুখীন হয়েছেন। ট্রাম্প এর আগে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় ইঙ্গিত দিয়েছিলেন, ইউক্রেনের সরকার নির্বাচন এড়াতে রাশিয়ার যুদ্ধকে ব্যবহার করছে।

ইউক্রেনের আইন অনুসারে যুদ্ধকালীন নির্বাচন নিষিদ্ধ। এদিকে দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ গত বছর শেষ হয়েছে।

সাংবাদিকদের সাথে কথোপকথনে জেলেনস্কি বলেন, ‘আমি নির্বাচনের জন্য প্রস্তুত এবং আমি যুক্তরাষ্ট্রকে এবং প্রয়োজনে ইউরোপীয় অংশীদারদেরও অনুরোধ করছি, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সহায়তা করুন।’

তিনি আরো বলেন, ‘আগামী ৬০ থেকে ৯০ দিনের মধ্যে ইউক্রেন একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত হবে।’

এর আগে, মঙ্গলবার প্রকাশিত পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আপনি জানেন, তারা (ইউক্রেন) গণতন্ত্রের কথা বলে, কিন্তু এটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এটি আর গণতন্ত্র থাকে না।’

জেলেনস্কি ক্ষমতায় আঁকড়ে থাকার এই ইঙ্গিতকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ বলে উড়িয়ে দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তিনি সংসদকে মার্শাল ল’ চলাকালে নির্বাচনের অনুমতি দিতে পারে এমন নতুন আইন প্রণয়নের প্রস্তাব প্রস্তুত করতে বলবেন।

চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের সংসদ জেলেনস্কির যুদ্ধকালীন ক্ষমতায় থাকার বৈধতা নিশ্চিত করে একটি প্রস্তাব অনুমোদন করে। এতে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করার সময় প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত রাখার সাংবিধানিক বৈধতা জোরদার করা হয়।

সূত্র : আল জাজিরা