রাশিয়া কখনোই মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না : পুতিন

ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ফলে বৃহস্পতিবার বিশ্বব্যাপী তেলের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
রুশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রুশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বলেছেন, মস্কো কখনোই যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বিদেশী শক্তির চাপের কাছে নতি স্বীকার করবে না। এ সময় তিনি সতর্ক করে বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে যেকোনো সামরিক হামলার কড়া জবাব দেয়া হবে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ফলে বৃহস্পতিবার বিশ্বব্যাপী তেলের দাম প্রায় ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে ভারত রুশ তেল আমদানি কমানোর কথা বিবেচনা করছে।

পুতিন সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো ‘অবন্ধুত্বপূর্ণ’ কাজ। এর কারণে কিছু প্রভাব পড়বে, তবে তা রাশিয়ার সামগ্রিক অর্থনীতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।

তিনি আরো বলেন, ‘এটি অবশ্যই রাশিয়ার ওপর চাপ সৃষ্টির একটি প্রচেষ্টা। কিন্তু কোনো আত্মমর্যাদাশীল দেশ ও কোনো আত্মমর্যাদাশীল মানুষ কখনো চাপের মুখে সিদ্ধান্ত নেয় না।’

তিনি সতর্ক করে বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রফতানিকারক দেশ রাশিয়া থেকে রফতানি ব্যাহত হলে তেলের দাম তীব্রভাবে বৃদ্ধি পাবে। যার মধ্যে মার্কিন গ্যাস স্টেশনগুলোও অন্তর্ভুক্ত থাকবে। এটি ওয়াশিংটনের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর হতে পারে।

সূত্র : রয়টার্স