রুশ ড্রোন-ক্ষেপণাস্ত্রে পশ্চিমা যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ জেলেনস্কির

জেলেনস্কি বলেন, নিক্ষেপ করা ড্রোনগুলোয় প্রায় এক লাখ ৬৮৮টি বিদেশী কোম্পানির তৈরি যন্ত্রাংশ পাওয়া গেছে।

নয়া দিগন্ত অনলাইন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি |সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেছেন, রাশিয়া তার দেশের বিরুদ্ধে হামলায় যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাতে বিভিন্ন পশ্চিমা কোম্পানির যন্ত্রাংশ পাওয়া গেছে।

সোমবার (৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় জেলেনস্কি বলেছেন, গত দুই রাতে রাশিয়ার হামলায় ব্যবহৃত শত শত অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, তাইওয়ান ও চীনের বিভিন্ন কোম্পানির উৎপাদিত কয়েক হাজার উপাদান রয়েছে।

তিনি বলেছেন, ‘নিক্ষেপ করা ড্রোনগুলোয় প্রায় এক লাখ ৬৮৮টি বিদেশী কোম্পানির তৈরি যন্ত্রাংশ পাওয়া গেছে। ইসকান্দার ক্ষেপণাস্ত্রে প্রায় এক হাজার ৫০০টি, কিনঞ্জাল ক্ষেপণাস্ত্রে ১৯২টি এবং কালিব্রাস ক্ষেপণাস্ত্রে ৪০৫টি বিদেশী কোম্পানির যন্ত্রাংশ পাওয়া গেছে।’

জেলেনস্কির এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন ইউক্রেন ও তার ইউরোপীয় অংশীদাররা রাশিয়ার বিরুদ্ধে আর্থিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরো কঠোর করার আহ্বান জানাচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে রাশিয়া। চলমান যুদ্ধে ইউক্রেনের পক্ষে সামরিক ও আর্থিক সহায়তা সংগ্রহে অগ্রণী ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এমন পরিস্থিতিতে রুশ যুদ্ধাস্ত্রে দেশ দুটির কোম্পানিতে উৎপাদিত যন্ত্রাংশ থাকার বিষয়ে জেলেনস্কির অভিযোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মার্কিন কোম্পানিগুলো কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোনের জন্য কনভার্টার, মনুষ্যবিহীন আকাশযান এবং কিনঞ্জাল ক্ষেপণাস্ত্রের জন্য সেন্সর ও ক্ষেপণাস্ত্রের জন্য মাইক্রোইলেকট্রনিক্স তৈরি করে। ব্রিটিশ কোম্পানিগুলো ড্রোন ফ্লাইট নিয়ন্ত্রণের জন্য মাইক্রোকম্পিউটার তৈরি করে।

তিনি আরো বলেন, ‘রাশিয়া ও তার যুদ্ধে সহায়তাকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। প্রতিটি কোম্পানি ও পণ্যের বিস্তারিত তথ্য ইউক্রেনের অংশীদারদের সাথে ভাগ করা হয়েছে।’

সূত্র : আল জাজিরা